আজকাল ওয়েবডেস্ক: ভিডিও গেমে হারের জেরে নিজের সন্তানকেই চরম শারীরিক নির্যাতনের অভিযোগ বাবার বিরুদ্ধে। হারের পর মেজাজ হারিয়ে মাত্র আট মাসের শিশুকে দেওয়ালে ছুরে মারল বাবা। মারধরের জেরে শিশুটির পাঁজরের একাধিক হাড় ভেঙেছে। সঙ্কটজনক অবস্থায় শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার বাঁচার আশা খুব সামান্য।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিলওয়াকি শহরে। নিজের খুদে সন্তানকে চরম শারীরিক নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ২০ বছর বয়সি জেন হোয়াইটকে আটক করেছে পুলিশ। জেরায় অপরাধের ঘটনাটি স্বীকার করে নিয়েছে সে। পুলিশ জানিয়েছে, নৃশংস ঘটনার তদন্ত চলছে। জেল হেফাজত হতে পারে জেনের। শিশুটির মৃত্যু হলে হেফাজতের মেয়াদ বাড়বে।
পুলিশ জানিয়েছে, ভিডিও গেম খেলায় মত্ত ছিল জেন। সে সময় বাড়িতে স্ত্রী ছিলেন না। ভিডিও গেমে হারের পর রাগের মাথায় আট মাসের শিশুকে দেওয়ালে ছুরে মারে সে। বাড়িতে পৌঁছে স্ত্রী দেখেন, শিশুটি ব্যাপক কান্নাকাটি করছে। শারীরিক নির্যাতন বুঝেই হাসপাতালে তাকে ভর্তি করান মা। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির কন্ঠা ভেঙে গিয়েছে। পাঁজরের ছ'টি হাড় ভাঙা। সারা শরীরে একাধিক ছোট রয়েছে।
পুলিশের অনুমান, এই প্রথম নয়। আগেও শিশুটিকে স্ত্রীর অবর্তমানে ব্যাপক মারধর করেছে জেন। এই ঘটনায় দোষী সাব্যস্ত হলে ৬২ বছরের কারাদণ্ড হতে পারে। শিশুটির মৃত্যু হলে সাজা আরও কঠিন হবে।
